যদি সুইজারল্যান্ড ঘুরতে যান তবে রাত দশটার পর বাথরুমে ফ্লাশ ব্যবহার করতে পারবেন না, সেখানকার অনেক বিল্ডিংয়ে মনে করা হয়, রাত দশটার পর বাথরুমে ফ্লাশ ব্যবহার করলে তার আওয়াজ আশে পাশের মানুষ গুলোর অসুবিধার কারণ হতে পারে |
শুনতে অবাক লাগলেও পৃথিবীতে এমনই অনেক দেশ বা জায়গা রয়েছে যেখানে এমনই অনেক অদ্ভুত কিছু আইন রয়েছে, যা শুনলে আপনি চমকে যাবেন….
১) আপনি যদি ইউক্রেন ঘুরতে যান এবং ভুল করেও বাসস্টপে, রাস্তায়, পার্কে বা সরকারি অফিসের বিল্ডিংয়ে সিগারেট ধরিয়ে ফেলেন তাহলে আপনি অনেক বিপদগ্রস্ত হতে পারেন, বেশ কয়েক মাস আপনাকে জেলে থাকতে হতে পারে, ইউক্রেনের লোকেরা রাস্তাঘাটে ধূমপান করা কে অপরাধ হিসেবে গণ্য করে.
২) ইউক্রেন তো তাও ভালো আপনি যদি ভুটান যান, তাহলে দেখবেন ওখানে সিগারেট খাওয়া তো দূরের কথা সিগারেট বিক্রি করা ও আইনত দণ্ডনীয় অপরাধ, কারণ ওখানকার লোক নিজেদের নিঃশ্বাস নেওয়ার বাতাসকে পরিচ্ছন্ন রাখতে বদ্ধপরিকর.
৩) আপনি যদি সিঙ্গাপুরের রাস্তা দিয়ে যেতে যেতে ভুল করেও মুখে চুইংগাম চিবিয়ে ফেলেন তবে আপনাকে ১ থেকে ২ হাজার ডলার ফাইন দিতে হবে, কারণ মেডিকেল পারপাস ছাড়া সিঙ্গাপুরে চুইংগাম চিবানো দণ্ডনীয় অপরাধ.
৪) ফ্রান্সের একটি শহরের নিয়ম অনুযায়ী মারা যাওয়ার আগে সেখানকার বাসিন্দাদের নিজেদের কবরের জন্য কবরস্থানে একটি নির্দিষ্ট জায়গা কিনে রাখতে হবে.
৫) প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত সামোয়া নামক দেশে কেউ যদি নিজের বউয়ের জন্মদিন ভুলে যায়, তবে তার জন্য সেই ব্যক্তিকে কয়েক দিন জেলে থাকতে হতে পারে.
৬) আপনি যদি স্কটল্যান্ডে বেড়াতে যান এবং অবস্থানের জন্য কোন বন্ধুর বাড়িতে থাকেন তবে দেখবেন ওখানে যদি রাস্তা দিয়ে যেতে যেতে কেউ রাত দুটোর সময় বাথরুম করার জন্য দরজা ধাক্কা দেয়, আপনার বন্ধুকে সে লোকটিকে বাথরুম ব্যবহার করতে দিতে হবে এটাই এখানকার নিয়ম.
৭) ইতালির তুরিন শহরের কেউ যদি নিজের পোষা কুকুরকে দিনে তিনবার হাঁটাতে নিয়ে না যান, তবে সরকার কে ৫০০ ইউরও ফাইন দিতে হয়.
৮) ইংল্যান্ডের বিভিন্ন ব্যস্ত রাস্তায় এবং রেলওয়ে স্টেশনে চুমু খাওয়া নিষিদ্ধ মনে করা হয় ব্যস্ত রাস্তায় এবং রেলওয়ে স্টেশনে দুজনে চুমু খেলে অন্যদের হাঁটাচলা করতে অসুবিধা হতে পারে.
৯) কানাডায় ঘুরতে গেলে তবে রাস্তা দিয়ে যেতে যেতে আপনি যদি জোরে জোরে গান করেন শিস বাজানো বা রাস্তায় দাঁড়িয়ে কারো সাথে জোরে চিৎকার করে ঝগড়া করেন, তবে আপনাকে বেশ কিছু টাকা ফাইন হিসেবে দিতে হবে. কারণ কানাডার জনগণ শান্ত পরিবেশ পছন্দ করেন.
১০) রাশিয়ার রাস্তায় কেউ যদি নোংরা বা অপরিষ্কার গাড়ি চালায়, তবে সাথে সাথে তাকে মোটা অঙ্কের ফাইন দিতে হবে বা তার জেল হতে পারে.
১১) আপনি যদি ইতালির মিলান শহরের রাস্তা দিয়ে হাঁটেন এবং উল্টো দিকে কেউ যদি আপনার দিকে তাকিয়ে হাসে তার বিনিময় আপনি যদি তার দিকে তাকিয়ে না হাসেন তবে সে ব্যক্তি আপনার নামে পুলিশ কেস করতে পারে |তবে আপনি যদি কোন হাসপাতালে যান বা কারো মৃত্যু সভায় যোগদান করতে যান, তাহলে আপনার না হাসলে ও চলবে.
১২) যদি আপনি শ্রীলঙ্কায় ঘুরতে গিয়ে থাকেন এবং কোন বুদ্ধমূর্তি দেখে তার সাথে সেলফি তুলতে যান, তবে সোজা আপনাকে জেলে যেতে হবে, কারণ শ্রীলঙ্কায় বুদ্ধ মূর্তির সাথে সেলফি তোলা কিংবা বুদ্ধ মূর্তির ট্যাটু করা আইনত দণ্ডনীয় অপরাধ.
0 Comments
if you have any doubts please let me know